কক্সবাজার : জহিরুল হত্যার ঘটনায় শিবির নেতা গ্রেপ্তার

আগের সংবাদ

‘ভয়কে জয়’ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা

পরের সংবাদ

কর্মসংস্থান ব্যাংকে প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে ‘ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক একটি প্রশিক্ষণ গতকাল কর্মসংস্থান ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ঢাকায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান, উপব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান এবং এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট মোহাম্মদ মাহবুবুর রহমান। ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ উপ-মহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথির বক্তব্যে কর্মকর্তাদের তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সব কর্মকাণ্ডে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে স্বল্পতম সময়ে সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৩০ জন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়