কক্সবাজার : জহিরুল হত্যার ঘটনায় শিবির নেতা গ্রেপ্তার

আগের সংবাদ

‘ভয়কে জয়’ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা

পরের সংবাদ

আগৈলঝাড়ায় নবম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় নবম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক স্কুলছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে তার বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের জলিল খলিফার মেয়ে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কেয়া আক্তারের সঙ্গে বুধবার বিকালে পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের হাকিম মিয়ার ছেলে সোহেল মিয়ার বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিয়ের গোপন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু বিকালে ওই বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু জানান, স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১৮ বছর না হওয়া পর্যন্ত জলিল খলিফা তার মেয়ের বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়