কক্সবাজার : জহিরুল হত্যার ঘটনায় শিবির নেতা গ্রেপ্তার

আগের সংবাদ

‘ভয়কে জয়’ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা

পরের সংবাদ

অলটেক্স ইন্ডাস্ট্রিজে নিরীক্ষকের আপত্তি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানির আর্থিক হিসাবে আপত্তি জানিয়েছে নিরীক্ষক। কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই আপত্তি জানিয়েছে। নিরীক্ষক জানিয়েছে, সুযোগের সীমাবদ্ধতার কারণে অলটেক্সের আর্থিক হিসাবে প্রদত্ত ৩৩ কোটি ৯৫ লাখ টাকার মজুত পণ্যের সত্যতা যাচাই করা যায়নি। এদিকে কোম্পানি কর্তৃপক্ষ ২০১৫ সালে জমি পুনর্মূল্যায়ন করেছিল বলে জানিয়েছে নিরীক্ষক। কিন্তু আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ অনুযায়ী, তারই ধারবাহিকতায় পরবর্তী ৩-৫ বছরের ব্যবধানে নিয়মিত পুনর্মূল্যায়ন করা দরকার হলেও কোম্পানি কর্তৃপক্ষ তা করেনি। অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ আইএএস-১২ অনুযায়ী ডেফার্ড টেক্স গণনা করেনি বলে জানিয়েছে নিরীক্ষক। যে কোম্পানি কর্তৃপক্ষ মূশক দাখিল করেনি। যাতে করে কোম্পানিটির ওপর ভ্যাট ও এসডি আইন অনুযায়ী জরিমানা করা হতে পারে। উল্লেখ্য, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৫ কোটি ৯৭ লাখ টাকা।
এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৯.২৬ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়