দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ : চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

আগের সংবাদ

ঢিমেতালের ফাঁদে সোনালি ব্যাগ : সিলিং মেশিনে আটকে আছে উৎপাদন, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ

পরের সংবাদ

৩ প্রশাসনিক কর্মকর্তা একই উপজেলার

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কুতুবদিয়ায় গুরুত্বপূর্ণ তিন প্রশাসনিক কর্মকর্তার বাড়ি একই উপজেলায়।
ভাগ্যবান উপজেলাটি চট্টগ্রামের মিরেরসরাই। বিষয়টি কাকতালীয় হলেও ভাগ্যবান ও আশাবাদী দ্বীপের মানুষ। এই তিন কর্মকর্তাই যোগদান করেছেন চলতি বছর সাত মাসের মধ্যে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. নুরের জামান চৌধুরী যোগদান করেন গত এপ্রিলে। এরপর জুলাইয়ের মাঝামাঝিতে যোগদান করেন থানার ওসি মো. ওমর হায়দার। সর্বশেষ গত মাসের শেষ দিকে যোগদান করেন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. জিল্লুর রহমান।
গুরুত্বপূর্ণ প্রশাসনিক তিন কর্মকর্তা একই উপজেলার বাসিন্দা। তিন কর্মকর্তার সমন্বয়ে দ্বীপের সার্বিক উন্নয়ন ছাড়াও মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও ন্যায় বিচারে বিরাট ভূমিকা রাখতে পারবেন বলে সচেতন মহল মনে করেন। বিগত ইউপি নির্বাচনে নির্বাহী কর্মকর্তা ও ওসির মাঝে সমন্বয় পরিলক্ষিত হয়েছে- এমনটাই ভাবেন সাধারণ মানুষ। সেই সঙ্গে যুক্ত হলেন সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান। এ সমন্বয় আরো দৃঢ় হবে বলে প্রত্যাশা দ্বীপবাসীর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়