দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ : চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

আগের সংবাদ

ঢিমেতালের ফাঁদে সোনালি ব্যাগ : সিলিং মেশিনে আটকে আছে উৎপাদন, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ

পরের সংবাদ

সরকারবিরোধী গুজব : সামি-তাসনিমের সম্পদ বাজেয়াপ্তের প্রতিবেদন ১ ডিসেম্বর

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ফেসবুকে গুজব ছড়ানো ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সামিউল ইসলাম ওরফে জুলকারনাইন ওরফে সামি, তাসনিম খলিলসহ চারজনের সম্পদ বাজেয়াপ্তের প্রতিবেদন দাখিল পিছিয়েছে। আগামী ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন।
সামিউল ইসলাম ওরফে জুলকারনাইন ওরফে সামি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত বহুল আলোচিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনের প্রধান চরিত্র এবং তাসনিম খলিল নেত্র নিউজের এডিটর ইন চিফ।
ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন জানান, গত ৮ নভেম্বর চারজনের বিরুদ্ধে সম্পদ বাজেয়াপ্তের প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এ প্রতিবেদন দাখিল না হওয়ায় বিচারক নতুন দিন ধার্য করেন। এ মামলার বাকি দুই আসামি হলেন- আশিক ইমরান ও স্বপন ওয়াহিদ।
গত বছরের ৫ মে র‌্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় গত ১৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘আই অ্যাম বাংলাদেশি’ নামে ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট করেন, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।
আসামিরা এই পেজের মাধ্যমে ও চ্যাটিংয়ের মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র করে আসছিলেন বলে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়