দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ : চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

আগের সংবাদ

ঢিমেতালের ফাঁদে সোনালি ব্যাগ : সিলিং মেশিনে আটকে আছে উৎপাদন, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিদায় সংবর্ধনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের অডিটরিয়ামে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নোমান আহমদের সঞ্চালনায় শিক্ষার্থীদের জন্য পরীক্ষার কলা কৌশল নিয়ে বক্তব্য দেন সহকারী শিক্ষকরা। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. আবু সুফিয়ান ও মো. আব্দুল কাইয়ুম ভূইয়াসহ অন্য অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রত্যেক পরীক্ষার্থীর মধ্যে কলম, স্কেল, ফাইল, কাট পেন্সিল, কাটার ও এডমিটকার্ডসহ পরীক্ষার সামগ্রী তুলে দেয়া হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন

কাগজ প্রতিবেদক, নাটোর : নাটোরে নার্সিং ইনস্টিটিটিউট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার শহরের কন্দিভিটা এলাকায় এই নার্সিং ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাসসহ অন্যরা। নার্সিং ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৭ লাখ টাকা। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, নির্মাণ কাজ শেষ হলে এই ইনস্টিটিউটে শিক্ষার্থীরা তিন বছরের গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করবেন। এক্ষেত্রে জেলায় চিকিৎসাসেবার মান বৃদ্ধি পাবে।

জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদীর আখালিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জনি মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ সোনাই নদীর আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার আফজলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে জনি মিয়াকে একটি ট্রাক্টরসহ আটক করে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিক্ষার্থীদের সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ক্যামব্রিয়ান গেøাবাল স্কুল এন্ড কলেজের কৃতী ৮৭ শিক্ষার্থীকে স্কলারশিপ ও সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার প্রতিষ্ঠান চত্বরে অধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি ফজলুল হক কাশেম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত ও কামরুল হাসান সিদ্দিকী জুয়েল প্রমুখ। উদ্বোধন শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান কার্যক্রম শুরু হয়। বিকালে সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন সমাপনীতে প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি প্রভাষক মাসুদ পারভেজ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোশারফ হোসেন।

আইনশৃঙ্খলা সভা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ছাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা আসাদ-উজ-জামান নূর, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার নিলিমা জাহান, কালাই থানা অফিসার্স ইনচার্জ সেলিম মালিক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়