দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ : চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

আগের সংবাদ

ঢিমেতালের ফাঁদে সোনালি ব্যাগ : সিলিং মেশিনে আটকে আছে উৎপাদন, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ

পরের সংবাদ

বিকেএসপিতে সিরিজ জিতল নেপালের মেয়েরা

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিকেএসপি ও নেপাল ক্রিকেট দলের মধ্যকার বঙ্গবন্ধু বিকেএসপি ওমেন কাপ ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ জয় করেছে ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল। গতকাল সকালে সিরিজ নির্ধারণী খেলায় নেপাল দল ৭ উইকেটে হারায় বিকেএসপি দলকে। বিকেএসপি ১ নং ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় বিকেএসপি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১৬.৫ ওভারে মাত্র ৫৩ রানে সবাই আউট হয়ে যায়। জবাবে নেপাল প্রমীলা দলটি ১৪ ওভারে ৫৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নেপালের রুবিনা সিতরা ৩ ওভার বল করে ৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে বিকেএসপির ব্যাটিংয়ে ধস নামান এবং গতকালকের খেলার প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন। উল্লেখ্য, সফরকারী দলটি নেপাল জাতীয় দলের প্রস্তুতিমূলক খেলার অংশ হিসেবে বিকেএসপির সঙ্গে তিন ম্যাচ সিরিজে অংশগ্রহণ করেছে। খেলা শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কৃত করেন। এ সময় মাঠে আরো উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মিজানুর রহমান, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইকবাল হোসেন, পরিচালক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন ও ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহীম। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়