দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ : চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

আগের সংবাদ

ঢিমেতালের ফাঁদে সোনালি ব্যাগ : সিলিং মেশিনে আটকে আছে উৎপাদন, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ

পরের সংবাদ

দর হারানোর শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৮টির বা ৫৫.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ১৩.৮২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের ৯.৯৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.৮৮ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৫.৫৩ শতাংশ, আইসিবির ৫.০৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৪.৭৬ শতাংশ কমেছে।
, ডেল্টা স্পিনার্সের ৪.৬২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৪.৫৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪.৪২ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর ৪.৩১ শতাংশ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়