দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ : চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

আগের সংবাদ

ঢিমেতালের ফাঁদে সোনালি ব্যাগ : সিলিং মেশিনে আটকে আছে উৎপাদন, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ

পরের সংবাদ

তৃতীয় প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদায় উল্লম্ফন

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : স্বর্ণ ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ। বৃহৎ জনসংখ্যার দেশটিতে স্বর্ণের ব্যাপক চাহিদা থাকলেও গত বছর করোনা মহামারির ধাক্কায় তাতে ভাটা পড়ে। প্রায় সব ক্ষেত্রেই মূল্যবান ধাতুটির ব্যবহার কমে যায়। তবে এ বছর স্বর্ণের চাহিদায় মন্দা কাটতে শুরু করেছে। বিশেষ করে বছরের তৃতীয় প্রান্তিকে লক্ষণীয় মাত্রায় চাহিদা বৃদ্ধির তথ্য মিলেছে।
স¤প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এক প্রতিবেদনে জানায়, জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ভারতে স্বর্ণের চাহিদা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেড়েছে। চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৯ দশমিক ১ টনে। গত বছরের তৃতীয় প্রান্তিকে ৯৪ দশমিক ৬ টন স্বর্ণের চাহিদা ছিল।
সংস্থাটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতে স্বর্ণের চাহিদা কোভিড-১৯ মহামারীপূর্ব অবস্থায় ফিরে যেতে শুরু করেছে। বর্তমানে মহামারির সংকট কাটিয়ে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে দ্রুত প্রসার ঘটছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাটছে আর্থিক মন্দা। ভোক্তা পর্যায়ে স্বর্ণের চাহিদা বৃদ্ধির পেছনে এ বিষয়গুলোকেই দায়ী করছেন বাজার-সংশ্লিষ্টরা।
ডব্লিউজিসির গোল্ড ডিমান্ড ট্রেন্ড ২০২১ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
ডব্লিউজিসি জানায়, মূল্যমানের দিক থেকে চাহিদা বেড়েছে ৩৭ শতাংশ। সে হিসাবে তৃতীয় প্রান্তিকে ৫৯ হাজার ৩৩০ কোটি রুপির স্বর্ণের চাহিদা দেখা দেয়। গত বছরের একই সময়ে ৪৩ হাজার ১৬০ কোটি রুপির স্বর্ণের চাহিদা ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়