দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ : চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

আগের সংবাদ

ঢিমেতালের ফাঁদে সোনালি ব্যাগ : সিলিং মেশিনে আটকে আছে উৎপাদন, বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ

পরের সংবাদ

ছোবল

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সাপ শরীরে আঘাত পেলেই কেবল ফণা তোলে
উগ্র অশান্ত নয়, পালিয়ে বাঁচাতেই স্বাচ্ছন্দ্য,
তবুও তাদের বংশবধ করার জন্য বনে বাদারে,
মাটির খানাখন্দে, পুরনো বটবৃক্ষের গতরে
ক্ষয়িষ্ণু হুহায় খুঁজে বেড়াই প্রাণান্তর আমরা।

আমরা মানুষ
অন্য কারো নিরাপত্তা, শান্তি সুখ চাই না,
কারো দ্বারা কোনোরকম স্বার্থ বিঘিœত হলে
তার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করে ছাড়ি, হুল ফোটাই;
ছোবল দেই ডোরাকাটা বাঘের আঙ্গিকে।

মানুষই আপন জৌলুস অক্ষুণ্ন রাখতে,
প্রতিপত্তি বাড়াতে অন্যদের গৃহে আগুন লাগাই,
বিনাদোষে চেপে ধরি টুটি।
হ্যাঁ, আমরা নিজের খেয়ে বনের মহিষ তাড়াই
আমরা যার ঘরে খাই তাকে মারতেই উদ্ধত।
আমরা না পারি এমনকি!

সিন্ধুকে রাখা স্বর্ণকে পুড়িয়ে তামার মন্ড বানাই।
আমরা কালের অসাধারণ ডিজিটাল মিস্ত্রি।
ব্যাংকে তলা ফুটো করে টাকা সাগরে ভাসাই!

কে উত্তম
বনের সাপ না মানুষ?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়