চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

আগের সংবাদ

তথ্যপ্রযুক্তি সম্মেলনে রাষ্ট্রপতি : বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সার দেশ

পরের সংবাদ

২৮ ম্যাজিস্ট্রেট মোতায়েন : চট্টগ্রামে ৩৭ ইউপির ভোটগ্রহণ আজ

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের তিন উপজেলা ফটিকছড়ি, সীতাকুন্ড ও মিরসরাইয়ের ৩৭ ইউনিয়নে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল সকাল থেকে সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়। এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য চট্টগ্রাম বিভাগে নিয়োজিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ২৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এতে বলা হয়, ফটিকছড়ি উপজেলায় ১৪ জন, সীতাকুন্ড উপজেলায় ৬ জন এবং মিরসরাই উপজেলায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা আগামীকাল পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে।
ফটিকছড়ি উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ২ ইউনিয়ন ভক্তপুর ও লেলাং ইউপিতে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়া আব্দুল্লাহপুর ইউনিয়নে বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। তবে বাকি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় বাকি ১১টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ২৬ জন।
সীতাকুন্ড উপজেলার ৯টি ইউনিয়নের ৫টিসৈয়দপুর, মুরাদপুর, সোনাইছড়ি, ভাটিয়ারি, কুমিরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ফলে এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাকি ৪টি বাড়বকুন্ড, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা, ছলিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদসহ সব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে নির্বাচন হওয়া ৪টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯ জন।
মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩টি জোরারগঞ্জ, করেরহাট, হিঙ্গুলী, দুর্গাপুর, কাটাছড়া, ওয়াহেদপুর, সাহেরখালী, ওসমানপুর, ধুম, হাইতকান্দি, মায়ানী, মিঠানালা, মঘাদিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৩টি ইছাখালী, মিরসরাই সদর ও খৈয়াছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদসহ সব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়