চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

আগের সংবাদ

তথ্যপ্রযুক্তি সম্মেলনে রাষ্ট্রপতি : বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সার দেশ

পরের সংবাদ

হোমনায় প্রার্থিতা ফিরে পেলেন জাপা নেতা

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদুল মালেক প্রকাশ মালেক আফছারী প্রার্থিতা ফিরে পেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বিল্লাল মেহেদী গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদী আরো জানান, ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ঋণখেলাপির কারণে জাপা প্রার্থী আবদুল মালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আবেদন করেন। এরপর মঙ্গলবার বিকালে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম আবদুল মালেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে উপজেলার ৯ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়