চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

আগের সংবাদ

তথ্যপ্রযুক্তি সম্মেলনে রাষ্ট্রপতি : বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সার দেশ

পরের সংবাদ

সোনালী ব্যাংকের আরো ৫০০ কোটি টাকা বিনিয়োগ

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শেয়ার মার্কেটকে চাঙা ও টেকসই করার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৫শ কোটি টাকা বিনিয়োগ করল। সোনালি ব্যাংক তার নিজস্ব প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পাশাপাশি সময় রাষ্ট্রায়ত্ত এই ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশেকে অর্থায়নের মাধ্যমে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই বিষয়ে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান বলেন, দেশের উন্নয়নের জন্য পর্যাপ্ত বিনিয়োগ দরকার আর এই বিনিয়োগের অন্যতম উৎস ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন ব্যতীত দেশের দীর্ঘমেয়াদি ও বড় বড় প্রকল্প বাস্তবায়ন প্রায় অসম্ভব। তাই সোনালী ব্যাংক শেয়ার মার্কেটকে টেকসই করতে নানাভাবে সক্রিয় ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়