চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

আগের সংবাদ

তথ্যপ্রযুক্তি সম্মেলনে রাষ্ট্রপতি : বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সার দেশ

পরের সংবাদ

মতবিনিময় সভা : ফিস্টুলা প্রতিরোধে হাসপাতালে নারীদের গর্ভপাতের আহ্বান

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীসহ সারাদেশে নারীদের ফিস্টুলা রোগ প্রতিরোধে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভপাত করানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গতকাল বুধবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানানো হয়। এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে শতভাগ ফিস্টুলামুক্ত করতে নারীদের সচেতন হওয়ারও তাগিদ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) টেকনিক্যাল অফিসার ডা. অনিমেষ বিশ্বাস।
ল্যাম্ব-ইউএনএফপিএ ফ্রি প্রজেক্টের ম্যানেজার মাহাতাব লিটনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রজেক্টটির জেলা সমন্বয়কারী সেবাস্টিয়ান টুডুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশে ১৫-৪৯ বছর বয়সী নারীরাই ফিস্টুলা রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। মোট আক্রান্তের দুই-তৃতীয়াংশ এ বয়সী নারী। যদিও দিন দিন কমে আসছে ফিস্টুলা আক্রান্ত নারীর সংখ্যা। তবে ২০৩০ সালের আগেই এ সংখ্যা শূন্যে নামিয়ে আনতে হবে। সেজন্য দরকার নারীদের সচেতনতা।
সভায় স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে এবং ২১ বছরের আগে সন্তান প্রসব না করার প্রতিশ্রæতি গ্রহণ করতে হবে। তবেই এসডিজি অর্জনের টার্গেট নিয়ে সামনে অগ্রসর হওয়া সম্ভব। তাছাড়া ফিস্টুলা থেকে বাঁচতে বাড়িতে নয়, সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী নারীদের গর্ভপাত ঘটাতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়