চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন

আগের সংবাদ

তথ্যপ্রযুক্তি সম্মেলনে রাষ্ট্রপতি : বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সার দেশ

পরের সংবাদ

বেগমগঞ্জের ১৪ ইউপিতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার শহিদুল ইসলাম। তিনি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ১০৯১ পুলিশ, ২২৪৪ আনসার, ৭ প্লাটুন বিজিবি, ৭ প্লাটুন র‌্যাব, ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এছাড়া ১৪ ইউনিয়নে ১৩২টি ভোট কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, স্পেশাল স্ট্রাইকিং টিম, জেলা গোয়েন্দা শাখা, সাদা পোশাকে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ এবং সিনিয়র অফিসারদের তদারকি থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়