জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কর্মশালা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মহাদেবপুর উপজেলায় গতকাল মঙ্গলবার পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৩ দিনব্যাপী অপ্রধান শস্য উৎপাদনে আগ্রহ বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. খাদেমুল ইসলাম বাসার। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি অফিসার মো. সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়। এ কর্মশালায় বিআরডিবির বিভিন্ন সমিতির ৪০ জন সুফলভোগী সদস্য অংশগ্রহণ করেন।

সার ও বীজ বিতরণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাই উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিএপি সার ২৮ টন ২০০ কেজি, এমওপি সার ২২ টন ৭০০ কেজি। বিতরণ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোনাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান। সভা শেষে প্রধান অতিথি উপজেলার ২ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ করেন।

বার্ষিক কাউন্সিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নাগরপুরে বাংলাদেশ স্কাউটসের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলা শাখা এ বার্ষিক কাউন্সিল অধিবেশনের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মো. আব্দুস ছালাম আনছারী, মো. রফিকুল ইসলাম, মো. শিহাব উদ্দিন, এ কে এম আব্দুল মজিদ, রতন কুমার চক্রবর্তী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস নাগরপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়