জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

রাণীশংকৈলে মানববন্ধন : আদিবাসীদের পৃথক ভূমি কমিশন দাবি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : রাণীশংকৈলে প্রমোশন অব রাইটস অব ইথনিক মাইনোরিটি এন্ড দলিত ফর ইমপ্রæভমেন্ট প্রোগাম (প্রেমদীপ) ইএসডিওর বাস্তবায়নে ও হেকসপারের আয়োজনে সমতল আদিবাসীদের পৃথক ভূমি কমিশনের দাবিতে ইএসডিও অফিস থেকে র?্যালি বের হয়ে পৌর শহরের যাত্রী ছাউনি মোড়ে এসে শেষ হয়। পরে ইএসডিওর উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরে যাত্রী ছাউনি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালীন ইএসডিওর উপজেলা প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খাইরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ ক্রীড়াবিদ তাজুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ইএসডিওর জেলা সমন্বয়কারী সেরাজুস সালেকিন, আদিবাসী সভাপতি গোপাল শুগামুর্মু, সম্পাদক কবিরাজ ¤্রূমু, আদিবাসী নেতা সামুয়েল মার্ডী, সেজুতি টুডু, স্থানীয় আদিবাসী নেতারা প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং দলিত আদিবাসীদের পৃথকভাবে ভূমি কমিশন গঠন করার জোর দাবি জানানো হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী নেতারা। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, কাউকে পিছনে ফেলে নয়- সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং দলিত আদিবাসীদের পৃথকভাবে ভূমি কমিশন গঠন করার জোর দাবি জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়