জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

রাণীনগরে ৭৪ কেন্দ্রের মধ্যে ৪৩টিই ঝুঁকিপূর্ণ!

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে গোয়ন্দা তথ্যের ভিত্তিতে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১১ নভেম্বর ভোটগ্রহণ করা হবে। তবে ৮টি ইউনিয়নের মধ্যে শুধু কাশিমপুর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে একডালা ইউনিয়নে ২টি অধিক ঝুঁকিপূর্ণসহ ৬টি, পারইল ইউনিয়নে অধিক ঝুঁকিপূর্ণ ২টিসহ ৬টি, কালীগ্রাম ইউনিয়নে অধিক ঝুঁকিপূর্ণ ১টিসহ ৬টি, বড়গাছা ইউনিয়নে অধিক ঝুঁকিপূর্ণ ১টিসহ ৫টি, খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নে অধিক ঝুঁকিপূর্ণ ১টিসহ ৬টি, কাশিমপুর ইউনিয়নে ৪টি, গোনা ইউনিয়নে ৬টি এবং মিরাট ইউনিয়নে অধিক ঝুঁকিপূর্ণ ১টিসহ ৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। তিনি বলেন, ভোটাররা যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে ফিরতে পারেন এজন্য ৮টি ইউনিয়নে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়