জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

নাটোরে মানববন্ধন : তেল ও গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক দেবাশীষ রায়, শ্রমিক ফ্রন্টের সভাপতি আশীষ নিয়োগী, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক নির্মল চৌধুরীসহ বাম দলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আন্তর্জাতিক বাজারে দাম বাড়ানো ও পাচারের অজুহাত দেখিয়ে তেলের মূল্য বৃদ্ধি ও তার ফলশ্রæতিতে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান। তারা জ্বালানি তেলের মূল্য কমানো ও বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানান। এছাড়া ভোজ্যতেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং শহর ও গ্রামে নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থার দাবি জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়