জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

দৌলতপুরে ত্রাণ পেলেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৮৪ জন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদ মাঠে গতকাল মঙ্গলবার সকালে বুয়েট অ?্যালামনাই সংগঠনের অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের ৮৪ জন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী অফিসার মু. ইসতিয়াক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আশিক ইয়ামিন, ঘিওর উপজেলা প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, চরকাটারী ইউপি চেয়ারম্যান মো. বারেক মণ্ডল, জিয়নপুর ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়