জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

জনতা ব্যাংক : ঢাকা দক্ষিণের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১:১৬ পূর্বাহ্ণ

জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, খেলাপি ঋণ হ্রাসে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে খেলাপি ঋণ আদায়ে জোর তৎপরতা চালাতে হবে। তিনি আরো বলেন, স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে। তিনি ২০২১ সালে সব ইন্ডিকেটরে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিএমডি মো. জসীম উদ্দিন ও মো. কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ বক্তব্য রাখেন। বিভাগীয় কার্যালয়ের জিএম মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্ট নির্বাহী, সব শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়