জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

ঘাট সচলের সিদ্ধান্ত হয়নি : ১৪ দিন পর উদ্ধার হলো আমানত শাহ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ এখন পুরোপুরি দৃশ্যমান। ফেরির ভেতরের ছিদ্রগুলো মেরামতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার ১৪ দিন পর গতকাল ফেরিটি উদ্ধার করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। বিকাল ৪টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জেনুইন এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী (সিও) বদিউল আলম বলেন, সোমবার ফেরিটি উদ্ধারের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছিল। গতকাল ফেরির ভেতরে জমে থাকা পানি শ্যালোমেশিন দিয়ে বাইরে বের করা হয়। পরে উইঞ্চ বার্জ দিয়ে ফেরির পেছনের ইঞ্জিনের অংশ বিকাল ৩টার দিকে উঠানো হয়। এখন আমানত শাহ সম্পূর্ণরূপে দৃশ্যমান। ফেরি উদ্ধারে প্রাথমিক কাজ শেষ হয়েছে। তবে ফেরিটি ভাসানোর জন্য এর ভেতরের প্রায় ১০০ ছিদ্র মেরামত করা হচ্ছে। আগামী দুই দিন নিবিড় পর্যবেক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরি বুঝিয়ে দেয়া হবে।
পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট কবে নাগাদ সচল হতে পারে এমন প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান তেমন কিছু জানেন না বলে জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়