জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

ইউপি নির্বাচন : শেরপুরে অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নাহিদ আল মালেক, শেরপুর (বগুড়া) থেকে : দ্বিতীয়ধাপে শেরপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামীকাল ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ১০৯টির মাঝে ৪৮ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ১০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টি গুরুত্বপূর্ণ এবং ৬১টি সাধারণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সুঘাট ও শাহবন্দেগী ইউনিয়নে ৭টি করে কেন্দ্র রয়েছে। এছাড়া সর্বনি¤œ ৪টি করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে খানপুর ও মির্জাপুর ইউনিয়নে। ভবানীপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৬টি। এছাড়া কুসুম্বী, খানপুর, বিশালপুর ও সীমাবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫টি করে।
শেরপুর থানার পুলিশ (তদন্ত) দেবাশীষ রায় জানান, শেরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি মোবাইল টিম কাজ করবে। তাছাড়া সাধারণ ভোট কেন্দ্রে ১৭ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ১৭ জন আনসার ও ৫ জন পুলিশ সদস্য থাকবেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়