ক্র্যাবের ২ সদস্যকে হুমকি দেয়া পুলিশ সদস্য প্রত্যাহার

আগের সংবাদ

গাপটিল-বাটলার শ্রেষ্ঠত্বের লড়াই

পরের সংবাদ

শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে কাছিমপুর উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী, দপ্তরি ও আয়া নিয়োগে প্রধান শিক্ষক নূরুনবী মোস্তাকিমের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ উঠেছে। জানা যায়, দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রচারিত করার পর তা জনসাধারণের জন্য উন্মুক্ত না করে প্রধান শিক্ষক নিজ হাতে সংরক্ষণ করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি বিদ্যালয়ের নোটিস বোর্ডেও দেয়া হয়নি। লোকমুখে জানার পর আলোচনা সাপেক্ষে কয়েকজন আবেদন করলেও দরদামে মিল না হওয়ায় অনেক প্রার্থীকেই মৌখিকভাবে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন প্রধান শিক্ষক নূরুনবী মোস্তাকিম। প্রধান শিক্ষক তার পছন্দের প্রার্থীদের কাছ থেকে ইতোমধ্যে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ প্রকাশ করা হয়। নিয়োগ প্রার্থী শান্তা আক্তার জানান, তার স্বামীর সঙ্গে চার লাখ টাকা দরদাম করার পর অন্য প্রার্থীর কাছ থেকে বেশি টাকা নিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছেন প্রধান শিক্ষক নূরুনবী মোস্তাকিম। প্রধান শিক্ষকের এসব অনিয়নের বিষয়ে নিয়োগ প্রার্থীর নাজমুল ইসলামের বাবা লিটন মিয়া জানান, টাকার জন্য তার ছেলেকে নিয়োগ দিয়ে অপারগতা জানান প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক নুরুনবী মোস্তাকিম বলেন, যথাযথভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নিয়োগের কার্যক্রম হয়েছে আমি যোগদানের আগে। নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়েছে। প্রক্রিয়াটি যথাযথভাবে না হয়ে থাকলে নিয়োগ বন্ধ থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়