ক্র্যাবের ২ সদস্যকে হুমকি দেয়া পুলিশ সদস্য প্রত্যাহার

আগের সংবাদ

গাপটিল-বাটলার শ্রেষ্ঠত্বের লড়াই

পরের সংবাদ

বশেমুুরকৃবি : রিসার্চ ম্যানেজমেন্ট কমিটির সভা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ‘রিসার্চ ম্যানেজমেন্ট কমিটির ২৪তম সভা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া এতে সভাপতিত্ব করেন। ২০২১-২০২৪ মেয়াদে দীর্ঘমেয়াদি ৩৫টি গবেষণা প্রকল্প এবং ২০২১-২০২২ মেয়াদে ১৫টি ইনোভেটিভ গবেষণা প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) কৃষিবিদ মেসবাহ উদ্দিন, বিভিন্ন অনুষদীয় ডিনরা প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম, পরিচালক (গবেষণা), প্রফেসর ড. এম ময়নুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রফেসর ড. ইমরুল কায়েস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), আইবিজিইর প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম, সহযোগী পরিচালক (গবেষণা) প্রফেসর ড. টোটন কুমার ঘোষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়