ক্র্যাবের ২ সদস্যকে হুমকি দেয়া পুলিশ সদস্য প্রত্যাহার

আগের সংবাদ

গাপটিল-বাটলার শ্রেষ্ঠত্বের লড়াই

পরের সংবাদ

ইউপি নির্বাচন : ধুনট ও কালাইয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশ ডেস্ক : ইউপি নির্বাচন উপলক্ষে বগুড়ার ধুনট ও জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ ব্যপারে ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, উপজেলায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ধুনট বাজার বাজাজ শোরুম এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম মাসুদ রানার নির্বাচনী প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নূরুন্নবী তারিক।
ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিহাব উদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান হাবিব, সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, ধর্মবিষয়ক সম্পাদক আজিজুর রহমান, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
এদিকে কালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, কালাইয়ে আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারিক ও সাংগঠনিক সম্পাদক নৌকা মার্কার প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন মোল্ল্যা, মাত্রই ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মকুল, উদয়পুর ইউপি সভাপতি ও প্রার্থী ওয়াজেদ আলী দাদা, জিন্দারপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিয়া, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী আলী আকবর মণ্ডল, মাত্রাই ইউপি আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়