ক্র্যাবের ২ সদস্যকে হুমকি দেয়া পুলিশ সদস্য প্রত্যাহার

আগের সংবাদ

গাপটিল-বাটলার শ্রেষ্ঠত্বের লড়াই

পরের সংবাদ

আড়াই বছর পর ভারতীয় নিষেধাজ্ঞা থেকে মুক্ত ফেরদৌস

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক ফেরদৌস ঢাকা-কলকাতা দুই বাংলার চলচ্চিত্রেই সমানতালে জনপ্রিয়। অভিনয়জীবনের শুরু থেকেই কলকাতার সিনেমাতে কাজ করছেন তিনি। তবে ২০১৯ সালের এপ্রিলে ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণায় যোগ দেয়ার অপরাধে সে দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। দীর্ঘ আড়াই বছর পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। নতুন করে তাকে ভিসাও দিয়েছে। দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে উচ্ছ¡সিত ফেরদৌস বলেন, ‘গত সপ্তাহেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইতোমধ্যে আমাকে নতুন ভিসাও দিয়ে দিয়েছে।’ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ক্ষেত্রে কোনো শর্ত দিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, ‘না, কোনো শর্ত নেই, কিন্তু আমার নিজের কাছে নিজের শর্ত আছে। সেটা হলো, সজ্ঞানে যেন অন্য কোনো দেশের পলিটিক্যাল ইস্যুতে জড়িত না হই।’ এ ব্যাপারে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, ভক্তরা আপনার কাছে এটা হয়তো আশা করেননি, তাদের উদ্দেশে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো নিজেই এটা আশা করিনি, এটা খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা, অপ্রত্যাশিত একটা ব্যাপার। আমি জানতামও না। তারপরও যেহেতু ঘটনা ঘটে গেছে, দায়ভার আমি নিয়েছি। আমি দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি। সেটার জন্য আমি যথেষ্ট শাস্তিও পেয়েছি। ‘আমার যে ভক্ত, নিঃস্বার্থভাবে আমাকে যারা ভালোবাসেন, তারা যে আহত হয়েছেন, সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাদের জ্ঞাতার্থে বলছি যে, এ রকম কিছু হয়তো ভবিষ্যতে আমি অবশ্যই জ্ঞানত করব না। আমি যখন ওখানে কাজ করি, তখন আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করি। আমি কখনোই চাই না আমার জন্য আমার দেশের ভাবমূর্তি নষ্ট হোক।’ দুই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে ফেরদৌস বলেন, ‘দুই দেশই আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। আমাদের প্রধানমন্ত্রী আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন পুরো ব্যাপারে।’ নিষেধাজ্ঞা তো তুলে নিল, ওপার বাংলার নতুন কোনো কাজে যুক্ত হলেন কিনা, জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘কথাবার্তা তো অনেকগুলোর ছিল, আগের অনেকগুলো বন্ধ হয়ে গেছে। এই জটিলতায় আমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করতে না পারায়। এই আফসোসটা রয়ে যাবে আজীবন। ‘আরো বেশ কিছু ছবি তো বন্ধ হয়ে গেছে। এখন তো নতুন করে কথা শুরু হচ্ছে। ইতোমধ্যে ফোন আসা শুরু করেছে। মাত্র তো এই জটিলতা শেষ হলো। আশা করছি ভালো কিছু দিয়েই শুরু হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়