ক্র্যাবের ২ সদস্যকে হুমকি দেয়া পুলিশ সদস্য প্রত্যাহার

আগের সংবাদ

গাপটিল-বাটলার শ্রেষ্ঠত্বের লড়াই

পরের সংবাদ

আদালতের নির্দেশ : দাগনভূঞায় সরকারি কলেজের সামনে বর্জ্য ফেলা যাবে না

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শুকদেব নাথ তপন, ফেনী থেকে : দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের সামনে বর্জ্য স্তূপ বা আবর্জনা না ফেলার আদেশ দিয়েছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌরসভা মেয়রকে পরিবেশ দূষণ ও ময়লা আবর্জনা বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিবেশ আদালতের বিচারক এ আদেশ দেন। আগামী ২৮ ডিসেম্বর ফেনী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে একজন দক্ষ কর্মকর্তা নিয়োগপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। দাগনভূঞা পৌরসভার নির্দিষ্ট কোনো স্থানে ময়লা ফেলার ডাম্পিং ব্যবস্থা না থাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে। প্রতিদিন ৯টি ওয়ার্ডের ময়লা পরিচ্ছন্নকর্মীরা ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে ফেলছেন। ময়লার গন্ধে শিক্ষার্থীদের পড়ালেখার যেমন ক্ষতি হচ্ছে তেমনি স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের আমাশয়, ডায়রিয়া, পেট ব্যথা, চর্মরোগ দেখা দিয়েছে। আদালতের রায়ে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তারা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম বলেন, চার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ ও কলেজের পরিবেশের কথা চিন্তা করে পৌর মেয়রকে ময়লাগুলো এখানে না ফেলে নিরাপদ স্থানে দ্রুত সরিয়ে নিতে বারবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়