ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

সোনালী ব্যাংকের ডিএমডি মজিবর রহমান

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রূপালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মজিবর রহমান সম্প্রতি পদোন্নতি লাভ করে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রাষ্ট্রায়ত্ত সর্ববৃহৎ সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মো. মজিবর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও ১৯৯৫ সালে কৃষি উৎপাদন অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি শেষ করে তিনি বিআরসি রিক্রুটমেন্টের মাধ্যমে ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন।
সুদীর্ঘ ২৩ বছরের চাকরি জীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক/ শাখাপ্রধান, জামালপুর, ময়মনসিংহ ও কুমিল্লার জোনাল হেড এবং কুমিল্লা ও রংপুরের বিভাগীয় প্রধান এবং প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ যেমন- কৃষি ও পল্লী ঋণ, জনসংযোগ বিভাগ, সাধারণ ক্রেডিট, মার্কেটিং, রিকভারি, নিরীক্ষা ও পরিদর্শন, মনিটরিং কমপ্লায়েন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মজিবর রহমান দেশ ও বিদেশে বিভিন্ন ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়