ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের ওপর সহিংস হামলা, লুটপাট, হত্যা এবং ঘরবাড়ি পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ইয়াসিন আলী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম, জেলা সদস্য অধ্যক্ষ তাজুল ইসলাম, জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি আবু জাহেদ জুয়েল, সদর উপজেলা শাখার সভাপতি এড. ইমরান হোসেন চৌধুরী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম সারোয়ার সম্রাট, জেলা সদস্য বদর উদ্দীন বদর, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি আফরোজা রিকা, জেলা সদস্য তৈমুর হোসেন, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ। সঞ্চালনা করেন আলমগীর হোসেন। বক্তারা কুমিল্লা-রংপুরসহ সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানান। হিন্দু ধর্মাবলম্বীদের ওপর অমানবিক হামলা, মন্দির ভাঙচুর ও ঘরবাড়ি পোড়ানোর জন্য সাম্প্রদায়িক অপশক্তিকে দায়ী করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়