ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

নাটোর : নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে অভিনব প্রতিবাদ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : ডিজেল, কেরোসিন ও গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাটোরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা সন্তান রফিকুল ইসলাম নান্টু। ‘গ্যাস কেনার টাকা নাই, আসুন তবে কাঁচা খাই’ এমন ব্যানার টানিয়ে গ্যাসের খালি সিলিন্ডার সামনে রেখে কাঁচা তরকারি খেয়ে প্রতিবাদ জানান তিনি।
গতকাল রবিবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে মাটিতে বসে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। তার এই অভিনব প্রতিবাদ দেখে সড়কে চলাচলকারী অনেকেই তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রায় এক ঘণ্টার এই প্রতিবাদ কর্মসূচি চলাকালে তিনি হ্যান্ডমাইক নিয়ে তার বক্তব্যে বলেন, দুবছর ধরে করোনায় দেশের অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে গেছে।
মানুষের জীবন জীবিকা বদলে গেছে। এই সময়ে হঠাৎ করে ডিজেল, গ্যাস ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই জন্য তিনি এই প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়