ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

চান্দিনায় শিক্ষকদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : চান্দিনা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও মাইজখার ইউপির চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রধান। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ শিংহ, বল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুমিতা সিংহ রায়, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমা আক্তার প্রমুখ। পড়ে প্রধান অতিথি সংসদ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়