ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

‘চাঁদের অমাবস্যা’য় দেখা যাবে আসাদুজ্জামান নূরকে!

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ছিল ‘মেঘমল্লার’। আখতারুজ্জমান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে তিনি নির্মাণ করেছিলেন সিনেমাটি। অনুদানের সেই সিনেমাটির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান অঞ্জন। দ্বিতীয় সিনেমাটিও সাহিত্য থেকে নিয়েছেন অঞ্জন। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ থেকে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। এটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এই অভিনয়ের জন্য অনেকের সঙ্গে কথা বলা শুরু করেছেন পরিচালক। এখন পর্যন্ত আসাদুজ্জামান নূর, ইরেশ যাকের এবং দীপান্বিতা মার্টিনের সঙ্গে কথা বলেছেন অঞ্জন। তবে তাদের সঙ্গে এখনো চুক্তি হয়নি বলে জানান তিনি। জাহিদুর রহিম অঞ্জন বলেন, ‘চাঁদের অমাবস্যা সিনেমাটি শীতে দৃশ্যধারণ করার পরিকল্পনা আগে থেকেই ছিল। জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে, এটা এখন পর্যন্ত লক হয়েছে।’ অভিনয়শিল্পীদের ব্যাপারে জানতে চাইলে অঞ্জন বলেন, ‘আসাদুজ্জামান নূর, ইরেশ যাকের ও দীপান্বিতা মার্টিনের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। চুক্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত বলতে পারছি না।’ যদি চাঁদের অমবস্যা সিনেমায় আসাদুজ্জামান নূর অভিনয় করেন, সেক্ষেত্রে দীর্ঘদিন পর সিনেমায় অভিনয় করা হবে বাকের ভাই খ্যাত এ অভিনেতার। তাকে সবশেষ ওয়েব কনটেন্ট ‘ডোন্ট রাইট মি’ তে দেখা গেলেও তার অভিনীত শেষ সিনেমা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘নয় নম্বর বিপদ সংকেত’। এটি মুক্তি পায় ২০০৭ সালে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়