ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

এক ওয়ার্ডের ভোট স্থগিত : বেকায়দায় ১০ বিজয়ী

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কুতুবদিয়ায় ইউপি নির্বাচনে মাত্র একটি ওয়ার্ড স্থগিতের কারণে বেকায়দায় পড়েছেন ১০ জন নির্বাচিত জনপ্রতিনিধি। গত ২০ সেপ্টেম্বর উপজেলার ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। বড়ঘোপ ইউনিয়নে ৭নং ওয়ার্ডে সহিংসতায় নৌকার এজেন্ট আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম নিহত হলে ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন। ৫ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের ফলাফল ঘোষণা করা হয়। বড়ঘোপ ইউনিয়নে ৭নং ওয়ার্ড ছাড়া বাকি ৮টি ওয়ার্ডে নিজ নিজ কেন্দ্রে বেসরকারি ফলাফলে নির্বাচিত ২ সংরক্ষিত মহিলা সদস্য ও আটজন সাধারণ সদস্যের শপথ গ্রহণ আটকে থাকে। এদিকে দেড় মাস পার হলেও স্থগিত কেন্দ্রে পুনরায় ভোটের তারিখ ঘোষিত না হওয়ায় অনিশ্চিয়তা দেখা দেয়ায় বেকায়দায় পড়েছেন বিজয়ী ১০ জন প্রতিনিধি। ছয়জন সদস্য নির্বাচনে হেরে গিয়েও এখনো দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন। গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও ১৬ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সদস্যরা শপথ নেন। স্থগিত ওয়ার্ডে ভোটার ২ হাজার ৪৮৩ জন। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী চারজন ও সাধারণ সদস্য প্রার্থী রয়েছেন ছয়জন। অপরদিকে স্থগিত কেন্দ্রটি চার প্রার্থী বিশেষত বর্তমান চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন, আওয়ামী লীগ প্রার্থী মো. আবুল কালাম, মহিলা সদস্য প্রার্থী রওশন আরা ও জোসনা আক্তারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতীকে নৌকার প্রার্থীর চেয়ে ৪৪৯ ভোট এগিয়ে রয়েছেন। মহিলা সদস্য রওশন আরা তালগাছ প্রতীকে মাইক প্রতীকের প্রার্থী জোসনা আক্তারের চেয়ে ১৮ ভোট এগিয়ে রয়েছেন বলে রওশন আরা জানান। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বড়ঘোপ ইউনিয়নের দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম সিকদার বলেন, স্থগিত ওয়ার্ডের নির্বাচন বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়