এএসপি আনিসুল হত্যা মামলার আসামির মৃত্যু

আগের সংবাদ

ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কৃষি উপকরণ বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : রাণীনগর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ৫০ পার্সেন্ট ভর্তুকিতে উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক মেহেদী হাসানকে একটি কম্বাইন হারভেস্টার মেশিন ও বিলপালশা গ্রামের আব্দুর রাজ্জাককে একটি ধান মাড়াই মেশিন দেয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

কর্মশালা

বরিশাল প্রতিনিধি : জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গতকাল শনিবার বাংলাদেশের বিমা খাতে উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষর সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিমা খাত উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড. মো. মহিউদ্দিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. মো. নাহিদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব কামরুল হক মারুফ, সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ প্রমুখ।

বিদায় সংবর্ধনা

কাগজ প্রতিবেদক, নাটোর : জেলার শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার লিটন কুমার সাহা, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, সচেতন নাগরিক কমিটি নাটোর জেলা কমিটির সভাপতি সাংবাদিক রনেন রায়, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট খগেন্দ্র নাথ রায় প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়