এএসপি আনিসুল হত্যা মামলার আসামির মৃত্যু

আগের সংবাদ

ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক

পরের সংবাদ

মির্জা ফখরুল : রাজপথে নামার বিকল্প নেই

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ‘রাজপথে নামার বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসুন আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই রাজপথে নেমে আসি। গতকাল শনিবার কাকরাইলের ডিপ্লেমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘তরিকুল ইসলাম স্মৃতি সংসদ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান প্রমুখ। এছাড়াও প্রয়াত তরিকুল ইসলামের ছোট ছেলে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর-খুলনার নেতারাও উপস্থিত ছিলেন। এদিকে বক্তব্য রাখার সময় নেতাকর্মীদের হৈহুল্লোড়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একপর্যায়ে বক্তব্য বন্ধ করে দিয়ে বসে পড়েন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্গতি তুলে ধরে বিএনপির মহসচিব বলেন, একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার হঠাৎ একলাফে প্রতিলিটারে ১৫ টাকা বাড়িয়ে দিল ডিজেল-কেরোসিনের দাম। ফলে আরো দ্বিগুণ বাড়বে দ্রব্যমূল্য। সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের তো না খেয়ে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় যেটা বলে আসছি, এখনো বলছি- কোনো বিকল্প নেই। একমাত্র পথ হচ্ছে এদের (বর্তমান সরকার) সরিয়ে দিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, পার্লামেন্ট তৈরি করা। এ সময় তরিকুল ইসলামের বর্ণাঢ্য জীবন তুলে ধরে তার আদর্শ অনুসরণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়