এএসপি আনিসুল হত্যা মামলার আসামির মৃত্যু

আগের সংবাদ

ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক

পরের সংবাদ

‘ঢাকাস্থ চিলাহাটিবাসী’ : ধানমন্ডিতে দ্বিতীয় সাক্ষাৎ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

‘প্রাণে প্রাণে যদি বাজে ঐক্যের স্পন্দন, দূর হবে শত বাধা, দৃঢ় হবে বন্ধন’- এই স্লোগানকে সামনে রেখে ‘ঢাকার চিলাহাটিবাসী’ সংগঠনের দ্বিতীয় সমাবেশ গত শুক্রবার রাজধানীর ধানমন্ডি বাটা সিগন্যালের ট্রপিক্যাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি মূলত ঢাকায় বসবাসরত নীলফামারীর চিলাহাটির মানুষের ঐক্যকে সুদৃঢ় করার লক্ষ্যে গঠিত হয়েছে। বিজ্ঞপ্তি।
এই সংগঠনের মাধ্যমে ঢাকার চিলাহাটিবাসীরা একে অপরকে জানতে চান, একে অপরের পাশে দাঁড়াতে চান এবং এলাকার উন্নয়নে নিঃস্বার্থভাবে হাতে হাত রেখে কাজ করতে চান।
সাক্ষাৎ সমাবেশটি বিকাল ৪টায় শুরু হয়ে রাত প্রায় ৯টায় শেষ হয়। পরিবহন ধর্মঘটের মধ্যেও চিলাহাটির প্রবীণ, নবীন অনেক মানুষ সমাবেশে যোগ দেন।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বসুনিয়া এবং যুগ্ম আহ্বায়ক সাজু বসুনিয়া সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে ব্যক্তিগত পরিচয়পর্ব শেষে পারস্পরিক মতবিনিময় পর্বে অনেকেই ঢাকায় মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- এ কে শামসুজ্জোহা, টি এ ডাবলু, আবদুল হাই, মিজানুর রহমান, রাকিবুল হাবীব, তাজুল ইসলাম, সাহেদ আহমেদ প্রধান, আতিউল ইসলাম প্রামাণিক বাবু (সদস্য সচিব), ফরহাদ রেজা, সাকলায়েন সুমন, সাদিক সাকলায়েন সৌরভ, আসাদুজ্জামান কামাল ও সাদ্দাম হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন যৌথভাবে আতিউল ইসলাম প্রামাণিক বাবু এবং সাদিক সাকলায়েন সৌরভ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- এডভোকেট রাশেদুজ্জামান বসুনিয়া (লাবু), বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, ইঞ্জিনিয়ার রানা জাকি হোসেন, শাহ আলম মনু, ইমতিয়াজ বসুনিয়া, আহসান হাবীব জুয়েল, মুনতাসিরুজ্জামান মুন, সাবেরা সবুর ফেন্সি, নায়েব-উল ইসলাম রিপন, তাহসিনুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়