দেশে ২ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৪৬

আগের সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

পরের সংবাদ

রাবিতে আন্দোলন : সন্ধ্যার পর হলের বাইরে থাকতে চান ছাত্রীরা

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : সন্ধ্যার পর হলের বাইরে থাকার সুযোগ চেয়ে আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক ছাত্রীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে তাপসী রাবেয়া হলের ফটক অবরোধের মাধ্যমে এ আন্দোলন শুরু করেন তারা। এ দাবিতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে ৩০-৪০ জন ছাত্রী সেøাগান দিতে থাকলে বিভিন্ন হল থেকে আরো অর্ধশতাধিক ছাত্রী সেখানে এসে আন্দোলনে যোগ দেন। এছাড়া ডাইনিংয়ের খাবারের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের রান্নার সুযোগ প্রদানের দাবি জানানো হয় আন্দোলন কর্মসূচি থেকে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন। তবে খবর পেয়ে সেখানে যান রাবি প্রক্টর লিয়াকত আলী এবং ছাত্রীদের দাবিগুলো শোনেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, হলের ছাত্রীদের দাবিদাওয়া শোনা হলেও আলোচনা ছাড়া কোনো নিয়ম বাতিল করা যাবে না। মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়