দেশে ২ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৪৬

আগের সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

পরের সংবাদ

যমুনা ব্যাংকের সঙ্গে ফেলিসিটি আইডিসির চুক্তি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

যমুনা ব্যাংক লিমিটেড এবং ফেলিসিটি আইডিসির মধ্যে গত ৪ নভেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ভিত্তিতে যমুনা ব্যাংক সমগ্র ডিজাস্টার রিকভারি সাইট এবং ইনফ্রাস্ট্রাকচার, ফেলিসিটি আইডিসির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ক্যারিয়ার নিউট্রাল ডেটা সেন্টার বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে কোলোকেশন পদ্ধতিতে হোস্ট করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, ফেলিসিটি আইডিসির চেয়ারম্যান ময়নুল হক ছিদ্দিকী ও সিইও শরিফুল আলম। এ ছাড়াও যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ফজলে কাইয়ুম ও এ কে এম আতিকুর রহমান, আইসিটি ডিভিশনের হেড সৈয়দ জাহিদ হোসেন ফেলিসিটি আইডিসির ডিজিএম ফিরোজ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়