দেশে ২ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৪৬

আগের সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

পরের সংবাদ

বান্দরবানের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মংসানু মারমা, বান্দরবান থেকে : জেলার চারটি উপজেলায় তিন দিনব্যাপী জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি, বান্দরবান জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। গত মঙ্গলবার রুমা উপজেলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় উচ্চমূল্যের মসলা চাষ প্রকল্পে উপকারভোগী কৃষকের বাগান পরিদর্শন এবং ইউএনডিপি পরিচালিত বিভিন্ন এনজিও সংস্থা কার্যক্রমে অংশগ্রহণকারী উপকারভোগী গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এরপর দ্বিতীয় দিনের ৩ নভেম্বর থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ও জেলা পরিষদের নির্মাণাধীন মেগা প্রকল্পের পার্বত্য উন্নয়ন বোর্ড অর্থায়নের সাংগু নদীর ওপর নির্মাণাধীন সেতু, থানচি সদর রেস্ট হাউস, তিন্দু ইউনিয়নের পার্বত্য জেলা পরিষদের রাজা পাথর এলাকা পর্যটনকেন্দ্র নির্মাণ পরিদর্শনের উন্নয়নকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে বিকাল ৪টায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায়, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইউএনডিপির তত্ত্বাবধানে স্থানীয় এনজিওর ব্যবস্থাপনায় মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিন দিনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে গত বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত ইউএনডিপির উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন তিনি। সভায় ইউএনডিপির অর্থায়নের স্থানীয় এনজিও পরিচালিত স্থানীয় হেডম্যান ও কারবারিসহ বিভিন্ন প্রকল্পের অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীর নারী-পুরুষ সমন্বয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশ সম্পকে সুস্পষ্ট ধারণা বিষয়ে আলোচনা হয়। পাহাড়ে মানুষের উন্নয়নকে পরিকল্পনামাফিক এগিয়ে নেয়ার সর্বোচ্চ প্রচেষ্টা বর্তমান সরকারের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
সফরকালে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য অর্থ মো. হারুনুর রশিদ, পার্বত্য জেলা পরিষদের মুখ্য সচিব নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার আহম্মেদ, সচিবের একান্ত সচিব নুসরাত জাহান, পার্বত্য উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, ইউএনডিপি ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার (জিআই) বিপ্লব চাকমা, ইউএনডিপি জেলা ম্যানেজার খুশিরায় ত্রিপুরা, রুমা, থানচি, আলীকদম ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়