দেশে ২ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৪৬

আগের সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

পরের সংবাদ

কোভিড টিকার : বিশেষ ক্যাম্পেইন এবার কমিউনিটি ক্লিনিকে

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কোভিড-১৯ প্রতিরোধী টিকার বিশেষ ক্যাম্পেইন এবার শুরু হচ্ছে ওয়ার্ডপর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে। আজ শনিবার ৬ নভেম্বর থেকে ১২ তারিখ পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন চলবে। দেয়া হবে টিকার প্রথম ডোজ। এই ক্যাম্পেইনে দেয়া হবে সিনোফার্মের টিকা। গতকাল শুক্রবার সন্ধ্যায় অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে করোনা টিকার সুবিধা পৌঁছে দিতেই এবার ওয়ার্ডপর্যায়ের কমিউনিটি ক্লিনিকে টিকা দেয়া হবে। গড়ে এসব কেন্দ্রে ৫০০ জনকে টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি কমিউনিটি ক্লিনিকেই এই টিকা দেয়া হবে। এবারো অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক এবং নারীদের টিকা দেয়া হবে। তবে ১৮ বছর ঊর্ধ্বরা এই ক্যাম্পেইন চলাকালে টিকা নিতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়