দেশে ২ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৪৬

আগের সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

পরের সংবাদ

করোনায় আরো ৭ জনের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীসহ সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ চারজন ও নারী তিনজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৮৭ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতিসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়। এছাড়া খুলনায় একজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়। একই সময়ে দেশের অন্য ৪টি বিভাগ- চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত করতে ১৮ হাজার ৬৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৪৮টি। এ সময়ে ২৪৭ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষায় ২১১ জন রোগী শনাক্ত হয়। গত বুধবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩১ শতাংশ। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২৭ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৩৪ হাজার ৩৩০ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়