দেশে ২ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৪৬

আগের সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

পরের সংবাদ

আমানত শাহ উদ্ধার হয়নি দশ দিনেও, ছড়াচ্ছে দুর্গন্ধ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : শিবালয় উপজেলার পাটুরিয়ায় ২৭ অক্টোবর ১৪টি ট্রাক-কাভার্ড ভ্যান ও ৫টি মোটরসাইকেল নিয়ে ৫ নম্বর ঘাট পন্টুন এলাকায় ডুবে যায় ফেরি আমানত শাহ। ফেরিডুবির পর উদ্ধার অভিযানে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ হামজা। অভিযানের শেষদিকে উদ্ধারকারী জাহাজ হামজার সঙ্গে অংশ নেয় উদ্ধারকারী অপর জাহাজ রুস্তম।
চার দিনের অভিযানে উদ্ধার করা হয় ডুবে যাওয়া সব যানবাহন। তবে ফেরিডুবির পর ১০ দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার করা যায়নি ফেরি আমানত শাহ। উদ্ধারকারী জাহাজ হামজা এবং রুস্তম কর্তৃপক্ষ ফেরিটি উদ্ধারে সক্ষম না হওয়ায় দুই কোটি টাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ হয় বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন কোম্পানির সঙ্গে।
চুক্তির পর জেনুইন কর্তৃপক্ষের ডুবুরি দল এসে ফেরির নিচে ড্রেজিংসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করলেও এখনো ঘটনাস্থলে আসেনি বিশেষ উদ্ধারকারী জাহাজের পুরো দল। এমন অবস্থায় আটকে আছে ফেরি উদ্ধারের প্রধান কার্যক্রম। কবে নাগাদ ফেরি উদ্ধার অভিযান সম্পন্ন হতে পারে সে বিষয়েও অবগত নয় ঘাট কর্তৃপক্ষ। ফেরি উদ্ধার অভিযান সমাপ্ত না হওয়ায় বন্ধ রয়েছে ফেরিঘাটের ৫ নম্বর পন্টুন।
এদিকে ৫ নম্বর ঘাট পন্টুন দীর্ঘ সময় বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় আগত যাত্রী ও যানবাহন শ্রমিকদের। আধা ঘণ্টার নৌরুট পারাপারের জন্য অপেক্ষমাণ থাকতে হচ্ছে দিনের পর দিন। তাড়াতাড়ি এই ভোগান্তি থেকে রেহাই পাওয়ার বিকল্প কোনো উপায় নেই বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন।
এসব বিষয়ে উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এস এম ছানোয়ার হোসেন বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা এবং রুস্তমের প্রতিটির উদ্ধার ক্ষমতা প্রায় ৬০ টন। এদিকে ডুবে যাওয়া ফেরিটির ওজন ৪৮০ টন। যে কারণে হামজা এবং রুস্তম নামের উদ্ধারকারী জাহাজ দুটি দিয়ে ফেরি উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ফেরিটি উদ্ধার কাজ সম্পন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম বলেন, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী বিশেষ জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেছে। ঘটনাস্থলে উপস্থিত হলে কিছু কার্যক্রম শেষে মূল উদ্ধার কার্যক্রম শুরু হবে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার পর থেকে ৫ নম্বর ঘাট পন্টুন দিয়ে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। যে কারণে ঘাট

এলাকায় ভোগান্তি বাড়ছে।
এদিকে গতকাল থেকে ফেরিঘাট এলাকায় ছড়াচ্ছে বিকট দুর্গন্ধ। উৎসুক জনতা দুর্গন্ধের কারণ খুঁজতে ক্রমেই ভিড় জমাচ্ছেন ঘাট এলাকায়।
দুর্গন্ধের কারণ সম্পর্কে জানতে চাইলে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান জানান, ফেরির ক্যান্টিনে থাকা ফ্রিজ থেকে এ পচা গন্ধ বের হচ্ছে। তবে ফেরি উদ্ধারের পর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়