গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আগের সংবাদ

বাজার অস্থির দিশাহারা মানুষ : নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে, জ্বালানি তেলের দাম বাড়ায় আরেক দফা বাড়বে

পরের সংবাদ

স্রোতস্বিনী পদ্ম

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দেবালয়ে সৌম্য অনলে
পুড়ে যাওয়ার ভয়ে পালিয়েছি বহুকাল, তবু ভয় নেই-
ভয় নেই, স্বেচ্ছায় জোছনায় নির্বাসিত হওয়ার।
কেন সে আমায় পুড়াইলো না? সরোবরে ফোটা পদ্ম-
সে আকাশের নীলরে ফিরাইলো,
জলেতে বাস করিয়া ধুলায় মিশিয়া গেলো,
কেন রোদে সাজিলো শিশির হীরকরূপে?
সে অহমে ছাড়িল দ্বীপ,
অঝোর অশ্রæবর্ষণ দীঘির জ্বলে।
বর্ষণ দেখিলে জ্বলে আমার,
আহা! কেন চাতক হইলাম না?
একবার জন্মিয়া দুঃখী হইলাম, তবুও চাতক কেন হইলাম না?
অপেক্ষা যে আমার সইলো না!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়