গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আগের সংবাদ

বাজার অস্থির দিশাহারা মানুষ : নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে, জ্বালানি তেলের দাম বাড়ায় আরেক দফা বাড়বে

পরের সংবাদ

সিরাজুল ইসলাম সোনালী ব্যাংকের নতুন জিএম

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিরাজুল ইসলাম সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। পদোন্নতির আগে তিনি প্রধান কার্যালয়েই জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রি শেষ করে তিনি ১৯৮৬ সালে সোনালি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন।
দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা এবং প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিভিশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন, ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনসহ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সিরাজুল ইসলাম দেশ ও বিদেশে বিভিন্ন ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার জম্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়