গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আগের সংবাদ

বাজার অস্থির দিশাহারা মানুষ : নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে, জ্বালানি তেলের দাম বাড়ায় আরেক দফা বাড়বে

পরের সংবাদ

সিঁড়ির জন্য

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোরের হাওয়া গায় লাগিয়ে উপরে উঠতে চাই
উপরে উঠার একটি বড় মাধ্যম সিঁড়ি
সিঁড়ি বেয়ে বেয়ে অনেক উপরে উঠে যাব
যখন এই ভাবনা আমার
তখন আমার মনকে কুঁড়েকুঁড়ে খায় শব্দ
তখন আমি হয়ে যাই ধরণীর বুক ছেড়ে
দূরসীমানায় গ্রহ কিম্বা উপগ্রহ
এ গ্রহ ছেড়ে অন্যগ্রহে উঠে যাই অদৃশ্য সিঁড়িতে
দৃশ্যমান হতে একটি কবিতার সিঁড়ি চাই
লক্ষণ ভেদে পরিবর্তনশীল একটি রেখার জন্য
আমার চাওয়া ও পাওয়ার একটি মাত্র শব্দ সিঁড়ি
শব্দের সাজানো খেলায়
সূর্য উঠে আলো ছড়ায় আবার ডুবে যায়
ধরণীর বুক, গ্রহ, উপগ্রহ নিজ কক্ষপথে চলমান।
চলমান আমিও
সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠি
উঠতে উঠতে উঠতে উঠতে আর উঠতে পারি না
আমার পা আর চলে না। এবার আমার নামার পালা
নামার গতি একটু বেশি।
আমি যখন নামতে যাই ঠিক তখন দেখি
উপরে উঠা সংখ্যা অনেক বেশি
অনেকেই বলছে, আমার একটি সিঁড়ি চাই
কেউ কেউ বলছে, আমি একটি কবিতার সিঁড়ি চাই।
সিঁড়ি বেয়ে নামার, উঠার খেলা চলমান
শুধু একটি চলমান সিঁড়ির জন্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়