গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আগের সংবাদ

বাজার অস্থির দিশাহারা মানুষ : নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে, জ্বালানি তেলের দাম বাড়ায় আরেক দফা বাড়বে

পরের সংবাদ

নৌকাবাইচ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মহম্মদপুরে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বার্ষিক বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের পূর্বপাশে শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীতে ড. বীরেন শিকদারের পৃষ্ঠপোষকতা এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মধুমতির দুই তীরে নামে লাখো মানুষের ঢল। আনন্দ উল্লাসে ফেটে পড়ে আমুদে দর্শক। দুপুর ২টায় কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ড. বীরেন শিকদার। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু ও সাবেক চেয়ারম্যান এড. সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ছিদ্দিকী লিটন, সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, ওসি মো. নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ. হাই মিয়া এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়