১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

২৪ কোটি টাকার দামি ‘পাথরখণ্ড’

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : যুক্তরাজ্যের এক নারীর গয়নার বাক্সে নানা ধরনের শখের গয়না জমা ছিল। পরা হয় না অনেক দিন। ফেলে দিতে চেয়েছিলেন পুরনো কিছু গয়না। এ সবের মধ্যে ছিল বড় আকারের একটি পাথর। সেটা ময়লার বাক্সে ছুড়ে ফেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু কী মনে করে রেখে দেন গয়নার বাক্সেই। পরে প্রতিবেশীর পরামর্শে পাথরটি নিয়ে যান নিলাম ঘরে। নিলাম ঘর কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে জানায় সেই পাথর আসলে হিরার টুকরা, যার দাম প্রায় ২০ লাখ পাউন্ড (প্রায় ২৩ কোটি ৩৪ লাখ টাকা)!
ঘটনাটি যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের নর্থ শিল্ডস শহরের। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বছর আগে অল্প দামে তিনি ওই রতœপাথর কেনেন। কিন্তু তিনি জানতেন না, এটি একটি দামি হিরার টুকরা। সাধারণ পাথর মনে করে এত দিন নিজের কাছে রেখেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়