১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

শ্যামাপূজা উপলক্ষে মেহার কালিবাড়িতে নিñিদ্র নিরাপত্তা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

স্বপন কর্মকার মিঠুন, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : আজ বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার শ্রীশ্রী মেহার কালিবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্যামাপূজা (দীপাবলী)। এ ব্যাপারে পূজার কেন্দ্রস্থল ও আশপাশে বসানো হয়েছে সিসি ক্যামরা। এছাড়া পূজায় আগত ভক্তদের নিরাপত্তা দিতে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। অতিতে শ্যামা পূজাকে কেন্দ্র করে পূজাস্থলের বাইরে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলায় মাসব্যাপী দোকান-পাঠ বসানো হলেও এবার তা অনুমতি দেয়নি প্রশাসন। অপর দিকে পূজা আয়োজকরা বলছেন, নিয়মতান্ত্রিক ভাবে পূজা হবে। প্রশাসনের পূর্ণ সহায়তা আর নিñিদ্র নিরাপত্তার চাদরে ডাকা থাকবে। এছাড়া পূজাস্থলসহ প্রত্যেক গেটে সিসি ক্যামরা রয়েছে, আমাদের লোকজন সার্বক্ষণিক নজর রাখবে। অপরদিকে অতীতের মতো মায়ের বাড়ির ভিতরে পূজাস্থলের আশপাশে এবারো বসছে বিভিন্ন মনোহরি, শাঁখা, সিঁদুর, ধূপ, মোমবাতি, কসমেটিক, পেড়া ও পূজার সামগ্রীর দোকান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়