১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছেন ১৬ এপিবিএন সদস্যরা। গ্রেপ্তারকৃত ঘাতক স্বামী টেকনাফের শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের সৈয়দ আহম্মদের ছেলে মো. জাফর (৪০)। গতকাল বুধবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. জাফর তার স্ত্রী মোবারাজানকে পারিবারিক কলহের জের ধরে ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে এপিবিএন সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে থেকে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেন।
তিনি বলেন, ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়